Customer Care: (+88) 013 21377766
Mail To: support@admindeal.com.bd

এডমিন ডিলে কিভাবে ফিজিক্যাল প্রডাক্ট আপলোড করবেন?

AdminDeal Tutorial

অ্যাডমিন ডিলে ফিজিকাল product upload করতে চাইলে শুরুতে ব্রাউজার থেকে সরাসরি ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।ওয়েবসাইটটিতে আসার পর উপরের ডানদিকে দেখতে পাবেন ড্যাশবোর্ড অপশন। এতে ক্লিক করুন। ড্যাশবোর্ডের নিচের দিকে প্রডাক্টস অপশনটিতে ক্লিক করে প্রোডাক্টস অপশনটি সিলেক্ট করুন। Add new product এ ক্লিক করুন। এরপর আপনাকে একটি ফর্মের পেজে নিয়ে যাবে।




Product information এ প্রডাক্টের নেম দেখতে পাবেন, এখানে প্রোডাক্টের নাম টাইপ করুন। এরপর প্রোডাক্টের ক্যাটাগরি __ এবং ব্র্যান্ড সিলেক্ট করুন। প্রোডাক্টটি যে ইউনিটে হিসেব করা হয় তা উল্লেখ করুন। প্রোডাক্টের ওয়েট কেজিতে টাইপ করুন। একজন ক্রেতা সর্বোচ্চ কয়টি প্রোডাক্ট ক্রয় করতে পারবে তা নির্ধারণ করুন।

https://rapidtags.io/generator এই লিংকে প্রবেশ করে আপনার প্রোডাক্টের নাম লিখে সার্চ করুন। এরপর ট্যাগসগুলো কপি করে পেস্ট করুন। এরপর বারকোড থাকলে সেটি পূরণ করুন। পণ্যে ত্রুটি থাকলে যদি তা যদি ফেরত যোগ্য হয় তবে রিফান্ডেবল অপশনটি অন করুন।Gallery image এ আপনার প্রোডাক্ট এর সবগুলো ছবি আপলোড করুন। Thumbnail image এ ক্রেতার কাছে শুরুতে দৃশ্যমান ছবি আপলোড করুন যার সাইজ হবে ২৯০×৩০০ পিক্সেল। Product videos এ আপনার প্রোডাক্টের ছবির পাশাপাশি ভিডিও থাকলে Video provider select করুন এবং video link প্রদান করুন। Product Variation এর কালার অপশনে প্রোডাক্টের কালারসমূহ সিলেক্ট করুন। Attributes অপশনে প্রোডাক্টের বৈশিষ্ট্য গুলো খুজে সিলেক্ট করুন। ‌

Product price+stock এ unit price অপশনে নির্দিষ্ট প্রোডাক্টএর এক ইউনিট কিংবা কেজির মূল্য টাইপ করুন। প্রোডাক্টের ডিসকাউন্ট সংযোজন করতে চাইলে ডিসকাউন্ট এর সর্বোচ্চ সময় নির্ধারণ করুন। ‌ডিসকাউন্ট ফ্লাট অর্থাৎ টাকায় দিতে চাইলে টাকার পরিমান লিখুন, অথবা পার্সেন্টে দিতে চাইলে পার্সেন্ট সিলেক্ট করে কত পার্সেন্ট দিতে চান তা নির্ধারণ করুন। Quantity option এ প্রোডাক্ট এর পরিমাণ উল্লেখ করুন। SKU অর্থাৎ Stock keeping unit থাকলে প্রদান করুন। প্রোডাক্ট এর বৈশিষ্ট্য এবং ছবি অন্য কোথাও থাকলে তার লিংক প্রদান করুন। না থাকলে এক্সটার্নাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক বাটন টেক্সট অপশনটি খালি রাখুন।প্রোডাক্ট এর বৈশিষ্ট্য বিস্তারিত আকারে প্রোডাক্ট ডেসক্রিপশনে লিখুন। PDF Specification এ প্রোডাক্ট এর ছবি এবং বৈশিষ্ট্য পিডিএফ আকারে থাকলে তার ফাইল আপলোড করুন। SEO meta tags এর মেটা টাইটেলে আপনার প্রোডাক্ট এর ধরন সম্পর্কে ইনফরমেশন টাইটেল আকারে লিখতে হবে যা সার্চ ইঞ্জিন কে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেবে এবং মেটা ডেসক্রিপশনে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখুন। Meta image এ প্রোডাক্ট এর ছবি আপলোড করুন। Low stock quantity warning এর জন্য quantity অপশন এ প্রোডাক্টের পরিমাণ উল্লেখ করুন।stock visibility state এ আপনার প্রোডাক্টের পরিমান শো করতে শো স্টক কোয়ান্টিটি অপশনটি অন করুন। প্রোডাক্টটি available কিনা তা শো করতে show stock with text only অপশনটি অন করুন। প্রোডাক্ট এর পরিমাণ শো করতে না চাইলে হাইড স্টক অপশনটি অন করুন।আপনার প্রোডাক্টের ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকলে স্ট্যাটাসটি অন করুন। Estimate shipping days এর shipping time option এ আপনার প্রোডাক্টটি নিকটস্থ কুরিয়ারে পৌঁছতে কত দিন সময় লাগবে তা উল্লেখ করুন। এর মাধ্যমে এডমিন ডিলে আপনার প্রোডাক্ট আপলোড করা সম্পন্ন হলো। কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নম্বর ০৯ ৬৪৯ ৬৪৯ ৬৪৯ নম্বরে