কচু খুবই পরিচিত একটি সবজি। কচু শাকের পাশাপাশি এর ডগাও খাদ্য হিসেবেও খাওয়া হয়। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কচু জন্মাতে দেখা যায়। গ্রামের বাড়ির আনাচকানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় কচু জন্মে। তবে ইজিমার্ট ডট অনলাইনের কচু যত্নের সঙ্গে চাষ করা হয়ে থাকে। এ ধরনের চাষ করা কচুই আমরা নানা ধরনের রান্নায় ব্যবহার করে থাকি। কিছু কচু আছে, যেগুলো বনজঙ্গলে জন্মে থাকে, এগুলো বুনো কচু নামে পরিচিত। এ ধরনের কচু মানুষের খাওয়ার উপযোগী নয়। মানুষের খাওয়ার উপযোগী জাতের মধ্যে মুখিকচু, দুধকচু, মানকচু, পানিকচু, পঞ্চমুখিকচু ও ওলকচু উল্লেখযোগ্য। কচু ডগাগুলো ইজিমার্ট ডট অনলাইন প্রক্রিয়াকরণ প্ল্যান্টে বিশেষজ্ঞদের দ্বারা প্রক্রিয়াজাত এবং প্যাকেজ করা হয়।
No none asked to seller yet about this product