তুলনামূলক স্বল্প মূল্যের প্রারম্ভিক স্তরের বাইক হিসাবে TVS Metro Plus একদিকে যেমন অসাধারণ ডিজাইন যথাযথ রং এবং গ্রাফিক্স, ঠিক অন্যদিকে রয়েছে এটির জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন। যথারিতি TVS এর এই মডেলটিও বাংলাদেশ এবং ভারতের বাজারে ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যা ভারতের তুলনায় বাংলাদেশে ভালো জনপ্রিয়তা পেয়েছে। চলুনদেখি জনপ্রিয় এই বাইকটির মূল বৈশিষ্ট এবং সংক্ষিপ্ত মূল্যায়ন।
- TVS Metro Plus বাইকটি যেকোন গিয়ারে থাকা অবস্থায়ও এর ইলেক্ট্রিক স্টার্ট যথাযথ ভাবে কাজ করে, যা বাইকটির একটি ভালো দিক।
- এই বাইকটি বর্তমানে tubeless tyre এবং সামনের চাকায় 240mm disc brake সহই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
- Metro Plus এর Instrument Console ডিজিটাল এবং অ্যানালগ সিস্টেমের সাথে সমন্বয় করে দারুন লুক দিয়েছে।
- TVS দাবি করছে তাদের Metro Plus বাইকটি জ্বালানি সাশ্রয়ী , যেটি প্রতি লিটারে গড়ে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।
- TVS Metro Plus বাইকটি Disc Brake সহ অথবা ছাড়াও কয়েকটি আকর্ষনীয় গ্রাফিক্সে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
- Metro Plus বাইকটি exhaust sound এবং ইঞ্জিন কর্মক্ষমতা বেস ভালো বলেই প্রমানিত।
- অন্যান্য ব্রান্ডের সমমানের কমিউটার বাইকের তুলনায় Metro Plus বাইকটির suspension কিছুটা কম কার্যকরী।
- Metro Plus বাইকটির আসন মোটেও আরামদায়ক নয়, তাই এটি নিয়ে লম্বা দুরুত্ত্বে যাওয়া অনেকটা কষ্টকর।
এ বাইকটিতে ১০৯.৭ সি সি ইঞ্জিন যা Single Cylinder , 4 Stroke, Air Cooled, Spark Ignition Engine।এটির সর্বোচ্চ শক্তি 8.4 PS @ 7500 rpm এবং সর্বোচ্চ ঘূর্ণন বল 8.7 Nm @ 5000 rpm। এটির গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এতে ১০ লিটার ধারন ক্ষমতা সম্পূর্ণ জ্বালানী ট্যাংক, এবং প্রতি লিটার জ্বালানীতে এটি গড়ে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। বাইকটি সম্পর্কে আরো বিস্তারিত নিম্নের বিবরণীতে।
বিঃদ্রঃ- ডিটেইলস দেখে অর্ডার করার জন্য অনুরোধ রইল। আরও অনুসন্ধানের জন্য Live Chat এ মেসেজ করতে পারবেন। ধন্যবাদ।
পণ্যটি অনেক ভালো আর প্যাকেজিংও অসাধারণ ছিলো।