TVS Metro তুলনামূলক কম মূল্যের একটি Entry Level বাইক। TVS এ বাইকটিকে জ্বালানি সাশ্রয়ী বাইক হিসাবেই স্থানীয় বাজারে পরিচয় করিয়ে দিচ্ছে। বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী বাইক গুলোর তালিকায় TVS Metro এর আবস্থান উপরের দিকে। ভারতীয় কোম্পানি TVS তাদের এই Metro মডেলটিতে দারুন ভাবে মূল্য নিয়ন্ত্রন করছে, যার ফল স্বরূপ এটি এখন অন্যতম সস্তা একটি বাইক। চলুন দেখি বাইকটির প্রধান প্রধান বৈশিষ্ট এবং এটির সংক্ষিপ্ত মূল্যায়ন।
- বাইকটিতে চমৎকার ডিজাইনের এনালগ Instrument Console দেওয়া হয়েছে, এটির Econometer জ্বালানি সাশ্রয়ী রাইডিংয়ে সহায়ক।
- TVS Metro বাইকটিতে ইলেক্ট্রিক স্টার্ট এর মত সুবিধা রয়েছে এবং এটি যেকোন গিয়ারেই কার্যকর।
- মাইলেজ টেস্টে TVS Metro বাইকটির আসল মাইলেজ পাওয়া গিয়েছে 65 কিলোমিটার প্রতি লিটারে।
- এটি বাংলাদেশের বাজারে অন্যতম একটি সল্পমূল্যের বাইক।
- TVS Metro বাইকটি আকারে তুলনামূলক কিছুটা ছোট, এটিতে যে গ্রাফিক্স ব্যবহৃত হয়েছে, তা একেবারেই সাদামাটা।
- সল্পমূল্যের এই বাইকটির নির্মাণ মান নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।
TVS তাদের এই বাইকটিতে 99.7cc ইঞ্জিন ব্যবহার করেছে, যেটি single cylinder , 4 stroke, air-cooled, spark ignition engine। এটি সর্বোচ্চ শক্তি 7.5 Bhp @ 7500 rpm এবং সর্বোচ্চ টর্ক 7.8 Nm @ 5000 rpm উৎপন্ন করতে সক্ষম। বাইকটির সর্বোচ্চ গতি 90 Kmph। বাইকটি সম্পর্কে আরো বিস্তারিত দেখুন নিম্ন বিবরণীতে।
বিঃদ্রঃ- ডিটেইলস দেখে অর্ডার করার জন্য অনুরোধ রইল। আরও অনুসন্ধানের জন্য Live Chat এ মেসেজ করতে পারবেন। ধন্যবাদ।
দাম অনুযায়ী প্রোডাক্ট খারাপ না,চাইলে আপনারাও নিতে পারেন